সর্বশেষ

রাশিয়ায় ভয়াবহ সুনামি, ৫ মিটার উঁচু ঢেউয়ে তছনছ উপকূল

ডিসিবি নিউজ ডেস্ক:

রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৫ মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে। স্থানীয় সময় ভোররাতে ভয়াবহ এই সুনামির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। সুনামির জেরে ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে রুশ সরকার।

রুশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (RGS) জানিয়েছে, জাপান সাগরের উত্তর-পূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরপরই এই সুনামি সৃষ্টি হয়। মূলত কামচাটকা উপদ্বীপ সংলগ্ন উপকূলজুড়ে সুনামির ঢেউ আছড়ে পড়ে। কিছু এলাকায় পানির উচ্চতা ৫.২ মিটার পর্যন্ত রেকর্ড করা হয়।

সুনামির ফলে উপকূলবর্তী কয়েকটি শহর এবং গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। রাস্তা ও সেতুর মারাত্মক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বেশ কিছু এলাকায়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। উদ্ধারকাজে অংশ নিচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী ও জরুরি সেবা সংস্থাগুলো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উঁচু এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। আশ্রয়কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং খাবার ও চিকিৎসাসেবা সরবরাহ করা হচ্ছে।

জাপান, দক্ষিণ কোরিয়া ও আলাস্কার উপকূলবর্তী এলাকাগুলোতেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এসব এলাকায় বড় ধরনের ঢেউ দেখা যায়নি। ভূমিকম্প ও সুনামির পর আরও পরাঘাত (aftershock) হতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। সাগরের নীচের ভূমি-প্লেটগুলোর গতিবিধি নজরদারিতে রাখা হচ্ছে। ভবিষ্যতে আরও বড় দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ভূবিজ্ঞানীরা।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা