সর্বশেষ

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি পলিটেকনিক মোড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা।

আজ সোমবার (৩ জানুয়ারি) সকালে আনোয়ারা ড্রেস মেকার্স  লিমিটেডের শ্রমিকরা এ অবরোধ শুরু করেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

আন্দোলনকারীরা বলছেন, মালিকপক্ষ বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

জানা যায়, গত বছরের ডিসেম্বর মাসের বকেয়া বেতন না পাওয়ায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। বেলা ১২টার দিকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। এতে আরো উত্তেজিত হয়ে পড়ে তারা। তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি এডমিন ম্যানেজার মোহাম্মদ জাবেদ ছাড়া ঘটনাস্থলে মালিক পক্ষের কেউ উপস্থিত হননি।

কারখানার অপারেটর তাসলিমা আক্তার বলেন, ‘গত দুই মাস ধরে আমরা বেতন ও ওভারটাইম পাচ্ছি না।’

বর্তমানে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশের যানচলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে আলোচনা করছে। তারা যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

শ্রমিকরা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল হোসেন জানান, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা