সর্বশেষ

রাষ্ট্রীয় সংস্কারে এগোচ্ছে ঐকমত্য, ২০ ইস্যুর ১২টিতে একমত রাজনৈতিক দলগুলো

ডিসিবি নিউজ ডেস্ক:

রাষ্ট্রীয় সংস্কার সংক্রান্ত ২০টি মৌলিক বিষয়ের মধ্যে ১২টিতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এসব বিষয়ে চলতি জুলাই মাসের মধ্যেই চূড়ান্ত রূপ দিতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৯ জুলাই) ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরু হয়। আলোচনার সূচনায় কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সংস্কার নিয়ে খসড়া প্রস্তাব দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আজ বা আগামীকাল প্রাথমিক ঐক্যমতের খসড়া দলগুলোর হাতে পৌঁছাবে। ৩১ জুলাইয়ের মধ্যেই একমতের বিষয়গুলো চূড়ান্ত করতে হবে।”

যেসব বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছে:

১. সংবিধানের ৭০ অনুচ্ছেদ (নোট অব ডিসেন্টসহ)

২. সংসদের স্থায়ী কমিটির সভাপতিত্ব

৩. নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ

৪. রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান

৫. বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ

৬. জরুরি অবস্থা ঘোষণার কাঠামো

৭. প্রধান বিচারপতির নিয়োগ (নোট অব ডিসেন্টসহ)

৮. সংবিধান সংশোধনের পদ্ধতি

৯. প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (নোট)

১০. নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া

১১. প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদকালের সীমা

১২. স্বাধীন পুলিশ কমিশন গঠন

আলোচনা চলছে আরও গুরুত্বপূর্ণ ইস্যুতে:

এদিন সকালে আলোচনা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে। বাকি অমীমাংসিত বিষয়গুলোতেও আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা চলছে। দ্বিতীয় দফার আলোচনার অংশ হিসেবে আগামীকাল (৩০ জুলাই) দুপুরের মধ্যে দলগুলোকে প্রস্তাবিত খসড়া বিষয়ে মতামত জমা দিতে বলা হয়েছে।

রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের অংশ হিসেবে কমিশন এ পর্যন্ত ২০টি মৌলিক বিষয়ের তালিকা তৈরি করেছে। এর মধ্যে ১২টি বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গড়ে উঠেছে, যার কিছুতে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) সংযুক্ত রয়েছে। বাকি বিষয়ে আংশিক সমঝোতা হলেও আলোচনা অব্যাহত রয়েছে।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা