সর্বশেষ

মুজিববাদ ও ভারতপন্থি শক্তির বিরুদ্ধে ঐক্যের ডাক এনসিপি নেতার

ডিসিবি নিউজ ডেস্ক:

বাংলাদেশে মুজিববাদী ও ভারতপন্থি শক্তির পুনঃসক্রিয় হওয়ার অভিযোগ তুলে অভ্যুত্থানপন্থি সকল সৈনিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে আবারো মুজিববাদী-ভারতপন্থি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এ দেশে ভারতীয় আধিপত্যবাদ বা কোনো পন্থির রাজনীতির জায়গা নেই। এই প্রশ্নে রাজনৈতিক মতপার্থক্য উপেক্ষা করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি বলেন, “একটি জুলাই পার হয়ে আরেকটি জুলাইয়ে পৌঁছেছি, কিন্তু ষড়যন্ত্রের শেষ হয়নি। গোপালগঞ্জে মুজিববাদীরা এখনো শক্ত অবস্থানে। শুধু আইনিভাবে নয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে এই শক্তির কোমর ভেঙে দিতে হবে।”

সারজিস আরও বলেন, “৫ আগস্ট আমরা যে স্বপ্ন দেখেছিলাম, তা এখনো বাস্তবায়ন হয়নি। হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কেবল ‘সুশীল’ ভূমিকা নয়, বরং অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক রূপান্তরের অগ্রদূত হিসেবে ভূমিকা দেখতে চাই।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। বিচার বিভাগ যেন কোনো দলের হাতিয়ার না হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ক্ষমতার তোষামোদকারী বাহিনী না হয়ে জনগণের বাহিনী হয়।”

তিনি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবি তুলে বলেন, “নারী ও সংখ্যালঘুদের অধিকার সাংবিধানিকভাবে নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য প্রয়োজন, তবে এই ঐক্যের নামে অন্ধ আনুগত্য বা দালালি মেনে নেওয়া যাবে না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, তবে তার সৌন্দর্য ও শালীনতা নষ্ট করা চলবে না।”

এসময় তিনি সকল গণতন্ত্রকামী, রাষ্ট্রপন্থি ও অভ্যুত্থান-পন্থিদের নতুন রাষ্ট্র বিনির্মাণের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা