সর্বশেষ

চট্টগ্রামের রাউজানে আনন্দমিত্র মহাথের জাতীয় অন্তেষ্টিক্রিয়া উদযাপন

গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে চন্দ্রজ্যোতি শান্তি স্বর্ণপদক প্রাপ্ত সংঘ মনীষা মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের তিন ব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নব মনোনীত সহ-উপসংঘনায়ক ও সভাপতি বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী রাউজান উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের বৃহত্তর হোয়ারাপাড়ার পূর্বগুজরা সার্বজনীন মৈত্রী বিহার সংলগ্ন মাঠে সহ-উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদ ব্যবস্থাপনায় নানাবিধ কর্মসূচীর মধ্য দিয়ে এই অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার নব মনোনীত সহ-উপসংঘনায়ক সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের ও সভাপতি সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের’র বরণ করা হয়।
কর্মসূচী মধ্যে ছিল শোভাযাত্রাসহকারে মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথেরে’র পবিত্র দেহধাতু সভমঞ্চে ব্রাহ্মপুরীতে প্রতিস্থাপন, স্মৃতিচারণ ও অনিত্য সভা, আলং নৃত্যে শ্রদ্ধা জ্ঞাপন, অষ্টপরিষ্কারসহ সংঘদান, শান্তি শোভাযাত্রা, বিশ্বশান্তি কামনায় বুদ্ধবাণী পাঠ, বুদ্ধ কীর্তনসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।
সমাপনী দিনে স্মৃতিচারণ ও অনিত্যসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের।
প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা।
আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯ তম সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন দি বুদ্ধ শাসন সেবক সংঘের সভাপতি ভদন্ত উ পঞ্ঞা চকক মহাথের।
বক্তব্য রাখেন সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের, সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, প্রজ্ঞাবারিধি সুমেধানন্দ মহাথের, সমীরণ বিকাশ বড়ুয়া, ডা. অনিল কান্তি বড়ুয়া, অধ্যাপক বিপুলানন্দ মহাথের, রাজগুরু ধর্মসেনাপতি অভয়ানন্দ মহাথের, সদ্ধর্মভান্ডারিক ড. প্রিয়দর্শী মহাথের, ভদন্ত সংঘানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবংশ মহাথের, সংঘনিধি সুমঙ্গল থের, কর্মবীর করুণাশ্রী থের, সংঘসহৃত ধর্মপ্রিয় মহাথের, সদ্ধর্মসারথী সুমনবংশ মহাথের, মৈত্রীবারিধি পরমানন্দ মহাথেরসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে সংঘরাজ ও
সংঘনায়কসহ ভিক্ষু সংঘ, রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা, বৌদ্ধ নেতৃবৃন্দ, জাতীয় ও আন্তর্জাতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী দিনে সন্ধ্যায় ফানুস উত্তোলন ও আতশবাজির মাধ্যমে শ্মাশনবেদিতে অগ্নিপ্রজ্জ্বলন ও বুদ্ধ কীর্তনসহ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় সহ-উপসংঘনায়ক মৈত্রীপ্রদীপ আনন্দমিত্র মহাথের’র বিদায় জানানো হয়। এই উপলক্ষে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী জেলাসহ আশেপাশের এলাকা হতে হাজার হাজার পূর্ণার্থী ও দায়ক-দায়িকাবৃন্দের মহাসমাগম ঘটে।
উল্লেখ্য, মৈত্রীপ্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের ছিলেন থেরবাদী বৌদ্ধদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সম্মিলনী প্রতিষ্ঠাতা সভাপতি, পূর্বগুজরা সার্বজনীন মৈত্রী বিহারের বিহারাধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা-যুব কর্তৃক স্বর্ণপদকপ্রাপ্ত ও সংঘনায়ক চন্দ্রজ্যোতি শান্তি স্বর্ণপদকে ভূষিত, রাজগুরু বিজয়ানন্দ মহাথের’র প্রথম শিষ্য। গত ২ রা জুলাই চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মহাপ্রয়াণ করেন। গত ৮ জুলাই তার পেটিকাবদ্ধ অনুষ্ঠিত সম্পন্ন হয়েছিল। বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামের পূর্বগুজরা সার্বজনীন মৈত্রী বিহারে যথাযথ
ধর্মীয় ভাবগম্ভীর ও বৌদ্ধিক রীতিতে সংরক্ষণ করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা