সর্বশেষ

চুয়েটে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠিত

চুয়েট ক্যাম্পাস প্রতিনিধি:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২৪ জুলাই)। সকালে কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হওয়া এ আয়োজনে দুই ধাপে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মতিন ভূঁইয়া বলেন, “দেশকে এগিয়ে নিতে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার তৈরি করা আমাদের লক্ষ্য।” তিনি শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব ও এআই-এর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতির আহ্বান জানান।

নবীনবরণে উপস্থিত ছিলেন অনুষদ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও সিনিয়র শিক্ষার্থীরা। আয়োজনের মধ্যে ছিল বিভাগীয় পরিচিতি, ক্যাম্পাস ভ্রমণ, দিকনির্দেশনা এবং পরিচিতিমূলক হ্যান্ডবুক বিতরণ।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ২০,১২২ জন শিক্ষার্থীর মধ্য থেকে চুয়েটে ভর্তির সুযোগ পেয়েছে ৯৩১ জন মেধাবী নবীন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা