সর্বশেষ

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে ফটিকছড়িতে বিএনপির দোয়া মাহফিল

মোঃ এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় ফটিকছড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ফটিকছড়ি উপজেলা, পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী। দোয়া মাহফিল পরিচালনা করেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ফরিদুল আলম চেয়ারম্যান। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম জেলা যুবদলের সহ-সভাপতি মুনসুর আলম চৌধুরী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বদিউল আলম তালুকদার, নূর ইসলাম মেম্বার, তাহের সিদ্দিকী, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ, আবু আজম তালুকদার, নাজিম উদ্দিন বাচ্চু, এনাম, শাহরিয়ার, খালেদ মাহমুদ বাবুল, আবু কালাম, জামাল খান, আবুল কালাম চৌধুরী, আবুল বসর মেম্বার, আজম খান, হাছান চৌধুরী, বেলাল উদ্দিন কাউন্সিলর, রশিদ চৌধুরী, এমদাদুল হকসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

এ সময় বক্তারা মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা