নিউজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুমের শিরোপা আগেই নিশ্চিত করেছিল লিভারপুল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের মধ্য দিয়ে। মৌসুমের শেষ ম্যাচে গোল করে দলকে হার থেকে বাঁচান দলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। আর ম্যাচ শেষে জমকালো আয়োজনে উদযাপিত হয় শিরোপা উৎসব, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন সালাহ।
৮৪ মিনিটে করা তার একমাত্র গোলে লিভারপুল নিশ্চিত করে এক পয়েন্ট এবং মৌসুম শেষ করে গৌরব নিয়ে। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন সালাহ নিজেই।এই মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচে করেছেন ২৯ গোল, সঙ্গে অ্যাসিস্ট ১৮টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মাত্র দুইজন ফুটবলারের রয়েছে ১০-এর বেশি গোল ও অ্যাসিস্ট তাদের একজন সালাহ।
এই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সালাহ জিতেছেন তিনটি বড় পুরস্কার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট, প্লে-মেকার অ্যাওয়ার্ড, এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার। এর মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো একই মৌসুমে তিনটি পুরস্কারই জিতে অনন্য কীর্তি গড়েছেন তিনি।
এছাড়াও সালাহ হয়ে উঠেছেন ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি দুই মৌসুমে একসাথে গোল্ডেন বুট ও প্লে-মেকার অ্যাওয়ার্ড জিতেছেন। এর আগে ২০২১-২২ মৌসুমেও একই অর্জন করেছিলেন তিনি। আরও এক কীর্তি গড়েছেন তিনি গোল্ডেন বুট জিতে প্রিমিয়ার লিগ ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চারটি মৌসুমে সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেছেন সালাহ। তার আগে এই রেকর্ড ছিল কেবল ফ্রেঞ্চ কিংবদন্তি থিয়েরি অঁরির দখলে।
এর আগে সালাহ সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ২০১৭-১৮, ২০১৮-১৯ এবং ২০২১-২২ মৌসুমে। এবার যুক্ত হলো ২০২৪-২৫ মৌসুম, যা তার ক্যারিয়ারের সোনালি অধ্যায়ের আরেকটি গর্বিত সংযোজন।
সালাহর পারফরম্যান্সের পরিসংখ্যান (২০২৪-২৫ মৌসুম) : গোল: ২৯, অ্যাসিস্ট: ১৮ পুরস্কার : গোল্ডেন বুট, প্লে-মেকার অ্যাওয়ার্ড, প্রিমিয়ার লিগ বর্ষসেরা খেলোয়াড়।
ফুটবল ইতিহাসে মোহাম্মদ সালাহর নাম এখন আরেকটু উজ্জ্বল ভাবে খোদাই হলো।