সর্বশেষ

“শেখ হাসিনা মানবজাতির কলঙ্ক” জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে ক্ষুব্ধ মির্জা ফখরুল

ডিসিবি নিউজ ডেস্ক:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “মানবজাতির কলঙ্ক” ও “মায়েদের কলঙ্ক” আখ্যা দিয়ে তার বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “শেখ হাসিনাকে কোনো দিন ক্ষমা করা যাবে না। তার বিচার হবেই।”

রোববার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এক কর্মসূচিতে তিনি এ বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, “এক শহীদের মা কাঁদতে কাঁদতে বললেন, যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি, সেই ছেলেকে খুবই নির্মমভাবে গুলি করে মেরে একটি ভ্যানে তোলা হয়। বেঁচে আছে না মরে গেছে, তা না দেখেই আরও মরদেহ তোলা হয়, এরপর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। চিন্তা করুন, আমরা একটি স্বাধীন দেশের নাগরিক!”

তিনি বলেন, “১৯৭১ সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি, এমন একটি দেশের জন্য, যেখানে রাষ্ট্রের নিরাপত্তাকর্মীরা জনগণের সেবক হবেন। অথচ আজ তারা জনগণের সন্তানদের পুড়িয়ে হত্যা করছে। এটা ভয়াবহ, পাশবিক ও অমানবিক।”

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “এত নিষ্ঠুরতা, এত অমানবিকতা যার নেতৃত্বে এসব হচ্ছে, সেই হাসিনাকে কোনো দিন ক্ষমা করা যাবে না। তাকে ইতিহাসে কলঙ্কিত করেই রাখতে হবে।”

আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে পুনর্বাসন তহবিল গঠনের ঘোষণা দেন তিনি। মির্জা ফখরুল বলেন, “আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনুরোধ করব, বিএনপির পক্ষ থেকে একটি ফান্ড গঠন করা হোক, যাতে আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা যায়। ইতোমধ্যেই আমাদের ‘আমরা বিএনপি পরিবার’ উদ্যোগের মাধ্যমে কিছু সহায়তা দেওয়া হয়েছে।”

ফখরুল বলেন, “আমাদের এই দায়িত্ব শহীদদের রক্ত বৃথা যেতে না দেওয়া। যদি আমরা বিচার না করি, পুনর্বাসন না করি ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।”

সাম্প্রতিক ‘জুলাই আন্দোলন’এ নিহত ও আহতদের প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতা আবারও সরকারবিরোধী আন্দোলন জোরদার করার প্রত্যয় জানান। তিনি বলেন, “আমরা নতুন বাংলাদেশ চাই যেখানে গণতন্ত্র থাকবে, জবাবদিহি থাকবে, কিন্তু এই নির্মমতা থাকবে না।”

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা