চট্টগ্রামের ফটিকছড়িতে মোঃ এনাম (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ৪টার দিকে নাজিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের বি.এ সুলতান মাস্টার বাড়ির সামনের একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত এনাম ওই এলাকার মৃত দেলোয়ার হোসেনের পুত্র।
স্থানীয়রা জানান, নিহত এনাম দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং চোখেও ঠিকমতো দেখতে পেতেন না। পরিবারের সদস্যরা সবসময় তাকে শারীরিক নির্যাতন করতো।
প্রতিবেশীরা জানান, শুক্রবার সকালে বাড়ীর লোকজন পুকুরে একটি ব্যাগ ভাসতে দেখে এবং পুকুর পাড়ে লুঙ্গি ও জুতা পড়ে থাকতে দেখা যায়। বিকেলে ভাসমান অবস্থায় এনামের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা।
নিহতের চাচাতো ভাই জসিম বলেন, পরিবারের সদস্যরা প্রায়ই এনামকে মারধর করতেন। বৃহস্পতিবার রাতেও বড় ছেলে মোবারক হোসেন তাকে মারধর করে ঘরের সামনে তালা লাগিয়ে রাখে।এলাকাবাসীর দাবি,পরিবারের সদস্যরা এনামকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


