সর্বশেষ

পাসপোর্ট র‍্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ

ডিসিবি নিউজ ডেস্ক:

বিশ্বের পাসপোর্ট শক্তিমত্তা র‍্যাংকিংয়ে তিন ধাপ অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সাম্প্রতিক (জুলাই ২০২৫) ত্রৈমাসিক হালনাগাদ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৯৪তম। গত বছর এ অবস্থান ছিল ৯৭তম।

হেনলি ইনডেক্সে ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে র‍্যাংকিং নির্ধারণ করা হয়। এর ভিত্তি হলো একটি দেশের নাগরিক কতটি দেশে ভিসা ছাড়া বা আগমনী ভিসায় প্রবেশ করতে পারে। ২০২৫ সালের তালিকায় এককভাবে শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯৩টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধায় প্রবেশ করতে পারেন। গত বছর এই তালিকার শীর্ষে ছয়টি দেশ যৌথভাবে ছিল সিঙ্গাপুর, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও স্পেন। তবে এবার শীর্ষস্থানটি এককভাবে দখল করেছে সিঙ্গাপুর।

দ্বিতীয় থেকে দশম অবস্থান থাকা দেশ গুলো হলো, ২য় অবস্থানে জাপান ও দক্ষিণ কোরিয়া ১৯০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশাধিকার। ৩য় অবস্থানে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন ১৮৯টি দেশ। ৪র্থ অবস্থানে অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন ১৮৮টি দেশ। ৫ম অবস্থানে গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড ১৮৭টি দেশ। ৬ষ্ঠ অবস্থানে যুক্তরাজ্য ১৮৬টি দেশ। ৭ম অবস্থানে অস্ট্রেলিয়া, চেক রিপাবলিক, হাঙ্গেরি, মাল্টা, পোল্যান্ড ১৮৫টি দেশ। ৮ম অবস্থানে কানাডা, এস্তোনিয়া, সংযুক্ত আরব আমিরাত ১৮৪টি দেশ। ৯ম অবস্থানে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া ১৮৩টি দেশ। ১০ম অবস্থানে আইসল্যান্ড, লিথুনিয়া ও যুক্তরাষ্ট্র ১৮২টি দেশ।

বাংলাদেশের অবস্থান ৯৪তম হলেও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় তা কিছুটা পিছিয়ে। ভারতের অবস্থান ৮০তম এবং পাকিস্তানের অবস্থান ১০৪তম। আফগানিস্তান রয়েছে সবার নিচে ১৯৯তম স্থানে।

একটি দেশের পাসপোর্ট র‌্যাংকিং শুধু ভ্রমণ-সুবিধার প্রতিচ্ছবি নয়, বরং দেশটির বৈদেশিক সম্পর্ক, অর্থনৈতিক স্থিতি, নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারও সূচক। বাংলাদেশ এই তালিকায় অগ্রসর হওয়াকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, যদিও এখনো দেশটির নাগরিকদের অনেক দেশের ভিসার শর্ত পূরণ করতে হয়।

spot_img
spot_img

সর্বশেষ

সময়ের সেরা